লালমনিরহাটে কর্মহীনদের মাঝে অর্থ প্রদান

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ০৭:২৭ পিএম

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি সাখওয়াত হোসেন সুমন খান ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন।

শুক্রবার (২২ মে) শহরের কাজী কলোনি হাফেজিয়া মাদ্রাসা মাঠে তিনি দেড় শতাধিক পরিবারের মাঝে ১ হাজার করে টাকা প্রদানের মধ্যদিয়ে বিতরণ কার্যক্রম শুরু করেন।

ভ্যান চালক ফজল হক (৪২) জানান, করোনায় আমার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বিপদে ছিলাম। হঠাৎ সুমন খান আমাদের ১ হাজার করে টাকা দিলেন। কিছুদিন আগেও তিনি আমাদের বস্তিবাসীকে খাদ্য সামগ্রী দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুনিল চন্দ্র রায় প্রমুখ।

আওয়ামী লীগ নেতা সুমন খান বলেন, শহরের বিভিন্ন কলোনির বাসিন্দা ও নিম্নবিত্ত প্রায় ১ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh