পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখী মানুষের ঢল

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২০, ১২:২৪ পিএম

স্বজনদের সাথে ঈদ উপভোগ করতে ঢাকা ছাড়া শুরু করেছেন মানুষ। ফলে শুক্রবার (২২ মে) সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষের ভিড় দেখা যায়। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় জরুরি সেবার যানবাহনসহ কিছু ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া নৌরুটের অভিমুখে যাত্রা করতে দিচ্ছে পুলিশ।

শুক্রবার (২২ মে) সকাল থেকেই জেলা শহরের প্রবেশের মূল চেকপোস্ট অতিক্রম করে ওই সব যানবাহন পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে জানান, দক্ষিণ-পশ্চিম অঞ্চলগামী পণ্যবোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়িসহ কিছু ছোট ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে। পাটুরিয়া অংশে প্রায় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে এবং ছোট গাড়ি ৫ নম্বর পন্টুন দিয়ে সরাসরি পার হচ্ছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ৬টি পারাপারের কাজে নিয়োজিত আছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, গত দুদিন ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। যে কারণে ওই গাড়িগুলো পার করা হচ্ছে। ব্যক্তিগত যানবাহন চলাচলে শিথিলতা আসায় যাত্রীদেরও যেতে দেয়া হচ্ছে। ঢাকা-আরিচা মহাড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট আছে, বাস চলতে দেয়া হচ্ছে না।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বলেন, মানিকগঞ্জের প্রবেশ দ্বার গোলড়াতে যে চেকপোস্ট রয়েছে ওই চেকপোস্ট থেকে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, ব্যক্তিগত গাড়ি পাটুরিয়া ঘাটের দিকে কিছু কিছু প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া যাত্রী পরিবহনের সাথে সম্পৃক্ত কোনো গণপরিবহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh