স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডেঙ্গু ও করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২০, ০১:৪৭ এএম | আপডেট: ২২ মে ২০২০, ১২:৪১ পিএম

মোহাম্মদ শরীফ মাহমুদ অপু। ছবি: সংগৃহীত

মোহাম্মদ শরীফ মাহমুদ অপু। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মোহাম্মদ শরীফ মাহমুদ অপু একইসাথে ডেঙ্গু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই গতকাল বৃহস্পতিবার (২১ মে) ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

অপু জানান, জ্বর অনুভব হলে প্রথমে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ডেঙ্গু টেস্ট করতে দিলে ডেঙ্গু পজিটিভ আসে। পরের দিন পুলিশের তত্ত্বাবধানে শের ই বাংলা নগর বালিকা মহাবিদ্যালয়ে করোনা স্যাম্পল দিলে বৃহস্পতিবার তার করোনাও পজিটিভ আসে। 

তিনি বর্তমানে তার ধানমন্ডির বাসায় আইসোলেটেড হয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

করোনাকালে অপু প্রতিদিন অফিস করছেন এবং নিজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে ত্রাণ ও ঈদ উপহার প্রদান করেছেন। এসব ব্যস্ততার মধ্যেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন অপু।

অপু জানিয়েছেন, এবার একসাথে ডেঙ্গু ও করোনার বিরুদ্ধে লড়তে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় আইসোলেটেড চিকিৎসা নিচ্ছি।

সুস্থতার জন্য সবার দেয়া চেয়ে সকলের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি লিখেছেন, ঘরে থাকবেন। সাবধানে থাকবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh