মৃত্যুর মতোন যাত্রাগুলো

শাহাব সিদ্দিকী

প্রকাশ: ২১ মে ২০২০, ১২:৩১ পিএম | আপডেট: ২৩ মে ২০২০, ০৫:১৮ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মৃত্যু একটি সহজ মাধ্যম হয়ে উঠেছে 

ঠিক যেন বাড়ি থেকে বের হয়ে যাত্রার মতো

স্মৃতিচারণ করতে পারে যদি মানুষ শত বছরের 

গান আর কবিতাকে-তবে এ যাত্রা হবে সহজ শিশুর হাসির মতো...


বৃক্ষের গান শুনতে শুনতে আমরা একটি নগরে যাবো, 

যেখানে মৃত আত্মারা জেগে উঠবে শত বছর আগেকার, 

যারা মারা গিয়েছিল সে সময়- যখন নগরে 

লকডাউন ছিল না; কিন্তু মিছিল ছিল মৃত্যুর!

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh