মানিকগঞ্জে চিকিৎসকসহ ৬ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২০, ১০:২৫ পিএম

মানিকগঞ্জে নতুন করে এক নারী চিকিৎসকসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলার একজন, মানিকগঞ্জ সদরে একজন, ঘিওরে দুইজন ও সাটুরিয়ায় দুইজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।
 
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক তাঁর ঢাকাস্থ বাসায় আইসোলেশনে আছেন।

এছাড়া, অন্য ৩ উপজেলায় আক্রান্ত ৫ জনও তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সকলের বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা সকল ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে পাঠানো হবে।

গত ২৪ ঘণ্টায় ৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১১৭৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১১৩ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়।

মোট আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলেও জানান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh