কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ১৯৪ জন, সুস্থ ১৬৪

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২০, ১১:৪২ এএম

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে আরো দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪ জনে।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরো পাঁচজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৬৪ জন সুস্থ হয়েছেন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, গত শনিবার জেলায় সংগৃহীত মোট ৭৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সোমবার রাতে পাওয়া যায়। এই ৭৫ জনের নমুনা পরীক্ষায় দুইজনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তিনি বলেন, নতুন করে করোনা শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন জেলার হোসেনপুর উপজেলার ও অন্যজন কটিয়াদী উপজেলার। সোমবার রাত পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৯৪ জনের কভিড-১৯ পজেটিভ এসেছে। 

এখন পর্যন্ত জেলায় পাঁচজন মারা গেছেন। আক্রান্তরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh