লকডাউনে আমির খানের পরামর্শ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ মে ২০২০, ১০:৫৪ এএম

আমির খান।

আমির খান।

সম্প্রতি বলিউডের ‘সিনেস্তান’ সংস্থার তরফে এক অভিনব উদ্যোগ নেয়া হয়েছিলো। গৃহবন্দি জীবনের একঘেয়েমি কাটাতে স্ক্রিপ্ট রাইটারদের জন্য এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। সেই প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন আমির খান।

আমির খানকে বলা হয় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। যে কোনো সিনেমার বেলায় তিনি থাকেন নিখুঁত। চিত্রনাট্য থেকে শুরু করে ছবির সব খুঁটিনাটি বিষয়ে তার মনযোগ থাকে।

তাই লকডাউনের এই অবসরে তিনি চিত্রনাট্যকারদের ভালো চিত্রনাট্য লেখার জন্য আহ্বান করেছেন। 

আমির বলেন, 'ইন্ডাস্ট্রিতে পরিচালকদের ভাল চিত্রনাট্যকার দরকার'। 

নবাগত স্ক্রিপ্ট রাইটারদের আরো বেশি বেশি করে চিত্রনাট্য লেখায় মন দেয়া উচিত বলে মনে করেন তিনি।

তিনি বলেন, 'লেখা ছেড়ে দিলে চলবে না। আরও প্র্যাকটিস করতে হবে।'

আমির খান শুধু ভালো অভিনেতাই নয়, ভালো মনের মানুষও। তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্নভাবে মানুষকে সাহায্য করছেন। তিনি বেশ কিছু সংস্থাকে অর্থ সাহায্য দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, ফিল্ম ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনেও অর্থ দান করেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh