দেড় মাস পর দর্শনা রেলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২০, ০৮:৪০ এএম | আপডেট: ১১ মে ২০২০, ০৮:৪১ এএম

ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেড় মাস বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি আবার শুরু হয়েছে। 

গত শনিবার বিকেলে ৪২টি মালবাহী ওয়াগন নিয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আর্ন্তজাতিক রেলবন্দরে প্রবেশ করে প্রথম পেঁয়াজবাহী ট্রেন।

স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার আমদানীকারক প্রতিষ্ঠান খালিদ হাসান ট্রেডার্স ভারতের মহারাষ্ট্র থেকে এই পেঁয়াজ আমদানি করেছে। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান আরকে এন্টারপ্রাইজ মালদহ থেকে এই ট্রেনে পেঁয়াজ উঠিয়েছে। প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩টি বস্তায় ১ হাজার ৪৫ দশমিক ২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। 

তিনি আরো জানান, আমদানি করা পেঁয়াজ দর্শনা রেলবন্দরেই ওয়াগন থেকে নামানো হবে এবং এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে পাঠানো হবে।

দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh