এবার সিনেমা হল খুলে দেয়ার দাবি প্রযোজকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৩:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তারের মধ্যেই এবার ঈদের আগেই সব সিনেমা হল খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

তবে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি করোনাভাইরাস ঝুঁকির মধ্যে প্রেক্ষাগৃহ খুলতে চান না বলে জানিয়ছেন।

পোশাক কারখানা, বিপণি বিতান খুলে দেয়ার সরকারি ঘোষণার পর লোকসানের মুখে থাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে সিনেমা হলগুলোও খুলে দেয়ার দাবি তুলেছে প্রযোজকদের এই সংগঠন।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১৮ মার্চ থেকে দেড় মাসেরও বেশি সময় ধরে সিনেমা হল বন্ধ রয়েছে এবং পরবর্তীতে চলচ্চিত্রের শুটিংও স্থগিত রেখেছে চলচ্চিত্র সংগঠনগুলো।

প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু দাবি করেছেন, দেড় মাসে প্রায় ১৫টি চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় চলচ্চিত্র শিল্পের প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাই চলচ্চিত্রের চলমান অচলাবস্থা কাটাতে ঈদের আগেই সিনেমা হলগুলো খুলে দেয়ার দাবি জানান তিনি।

তবে ব্যবসার বাইরে গিয়ে করোনাভাইরাস পরিস্থিতিতে মানুষের জীবনের ঝুঁকিকেই প্রাধান্য দেয়ার কথা জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে কোনো সিনেমা হল খোলা হবে না।

এদিকে বিষয়টি নিয়ে প্রযোজক ও হল মালিকদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে তাদের নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল।

তিনি বলেন, সবার সাথে আলোচনা করেই সিনেমা হলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh