চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২০, ০৮:৫৮ এএম | আপডেট: ০৬ মে ২০২০, ০৯:০১ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে করোনার উপসর্গ তথা জ্বর ও ডায়রিয়ায় ২০ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মে) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মৃত ওই তরুণীর বাড়ি হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা গ্রামে।

মৃতের স্বজনরা জানান, চার-পাঁচদিন ধরে জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন ওই তরুণী। রবিবার সকালে তার ডায়রিয়া ও বমি হয়। পরে মঙ্গলবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

চাঁদপুরের অ্যাডিশনাল এসপি আফজাল হোসেন বলেন, মৃত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে মৃতের পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফনের ব্যবস্থা করা হবে।

এরইমধ্যে চাঁদপুরের সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন ও দাফনের জন্য প্রস্তুতি টিমের প্রধান মাওলানা যোবায়ের আহমেদকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh