ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি যেভাবে পাবেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ মে ২০২০, ০৩:২১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি নতুন একটি ইমোজি নিয়ে এসেছে। এর নাম ‘কেয়ার’ ইমোজি। 

করোনা পরিস্থিতিতে অন্যের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করতেই এই ইমোজি নিয়ে আসা হয়েছে। তবে অনেকের কাছে এখনো এই রিয়্যাক্ট  ইমোজিটি আসেনি। 

স্বাভাবিক ভাবে এই রিয়্যাক্ট ইমোজি আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে আপনি চাইলে এখনই এই কেয়ার রিয়্যাক্ট ইমোজি প্রোফাইল সক্রিয় করতে পারেন।

ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি যেভাবে পাবেন

১. প্রথমে আপনার ফেসবুকের অ্যাপটি আপডেট করুন। তবে লাইট ভার্সনে হবে না। 

২. এবার প্রোফাইলে থাকা কোনো পোস্টে কমেন্ট করুন এটি লিখে #Care_Emoji_ON।

৩. এরপর ওই কমেন্টে রিয়্যাক্ট করার সময় আপনি কেয়ার ইমোজি দেখতে পাবেন।

৪. এর ১০-২০ মিনিট পর আপনি সব পোস্টে কেয়ার ইমোজি পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh