ফেসবুকে ‘কেয়ার’ ইমোজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১২:০৩ পিএম

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। বাড়ছে সেবাও। করোনাকালে ফেসবুকে নতুন করে যুক্ত হলো ‘কেয়ার’ ইমোজি। 

প্রতিষ্ঠানটির যোগাযোগ বিভাগের ম্যানেজার আলেক্সান্দ্রু ভইসিয়া এক টুইট বার্তায় বলেন, আমরা আশা করি যে এই রিঅ্যাকশনগুলো দিয়ে করোনা সঙ্কটের সময়ে নিজেদের বন্ধুদের প্রতি বাড়তি সমর্থন দেখাতে পারবে।

আগে ফেসবুকে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি রিয়্যাক্ট দেয়া যেত। এখন থেকে কেয়ার’ রিয়্যাকশনও দেয়া যাবে। এটি শুধু রিয়্যাকশন দেয়ার জন্যই ব্যবহার করা যাবে তা নয়। মেসেঞ্জারেও যোগ করা হয়েছে এই ইমোজি। 

ইমোজিটি বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহাকারীদের জন্য উন্মুক্ত হয়েছে। তবে এখনো সব ব্যবহারকারী এটি পায়নি।

করোনার কারণে বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা, একসঙ্গে ঘুরাঘুরি, এমনকি সাধারণ দেখা-সাক্ষাৎ পর্যন্ত বন্ধ। কিন্তু এ সময়ে দূরে থাকলেও বন্ধু এবং পরিবারকে আপনি ভুলে যাননি তা দেখানো গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনাকে সহায়তা করবে ‘কেয়ার’ রিঅ্যাকশন বাটন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh