ইতিহাসে ২৬ এপ্রিল: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:২২ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।

জন্ম

১৮৮৪ - উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক আয়েত আলী খাঁ জন্মগ্রহণ করেন। 

১৮৯৫ - ঢাকার পঞ্চম ও শেষ নবাব খাজা হাবিবুল্লাহ জন্মগ্রহণ করেন। 

১৮৯৭ - বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসু জন্মগ্রহণ করেন। 

১৯২৪ - বাঙালি লেখক নারায়ণ সান্যাল জন্মগ্রহণ করেন। 

১৯৩৩ - মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, গায়িকা ও লেখক ক্যারল বার্নেট জন্মগ্রহণ করেন। 

১৯৪৯ - বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৮৯ - মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক লুসিল বল মৃত্যুবরণ করেন। 

২০০৩ - দক্ষিণ কোরীয় সমাজকর্মী ইউন হিয়ন সক মৃত্যুবরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh