কুমিল্লায় চিকিৎসক করোনায় আক্রান্ত, হাসপাতাল লকডাউন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৯:০১ পিএম

কুমিল্লায় প্রথমবারের মতো সরকারি হাসপাতালের একজন আবাসিক মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু। এর আগে কুমিল্লায় একজন বেসরকারি চিকিৎসক, একজন এক্স-রে টেকনেশিয়ান, প্যাথলজি স্টাফ ও সরকারি হাসপাতালের ফার্মাসিস্ট আক্রান্ত হন।

ডা. মীর হোসেন মিঠু বলেন, এর আগে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির চালক আক্রান্ত হয়েছিলেন। এজন্য ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ডা. মনিরুল ইসলাম করোনাভাইরাস পজিটিভ হন। তাকে হাসপাতালের কোয়ার্টারের একটি বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh