ইতিহাসে ২৪ এপ্রিল: কোথায় কী ঘটেছিলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৮:১০ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ০৮:২০ এএম

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা

১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১ - ভ্যানিসের বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়।

২০১৩ - রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রাণ হারায় ১ হাজারের বেশি শ্রমিক এবং আহত হয় ২ হাজারেরও বেশি শ্রমিক। এটি ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত।

জন্ম

১৮৯৭ - মার্কিন ভাষাবিজ্ঞানী বেনজামিন হোর্ফ জন্মগ্রহণ করেন। 

১৯৩৪ - মার্কিন অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী ও লেখক শার্লি ম্যাকলেইন জন্মগ্রহণ করেন। 

১৯৪২ - মার্কিন গায়িকা, গীতিকার,অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা বারবারা স্ট্রাইস্যান্ড জন্মগ্রহণ করেন। 

১৯৭৩ - ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৯৭২ - চিত্রশিল্পি যামিনী রায় মৃত্যুবরণ করেন। 

২০০৬ - বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী নাসরীন পারভীন হক মৃত্যুবরণ করেন। 

দিবস

আজ বাংলাদেশে রানা প্লাজা ট্র্যাজেডি দিবস।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh