করোনাকালে তারিনের বিভিন্ন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ১১:২২ এএম

তারিন জাহান।

তারিন জাহান।

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানকে মাঝে মাঝে দেখা যায় নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে। করোনাকালেও অন্যদের মতো তিনিও গৃহবন্দি। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

বাংলাদেশ টেলিভিশনে তার অংশগ্রহণে একটি তথ্যচিত্র নিয়মিত প্রচার হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে করোনা থেকে বাঁচতে মানুষকে সচেতন করে চলেছেন তিনি। 

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সচেতনতার কাজ করেছেন এরই মধ্যে। শিগগিরই প্রচারে আসবে এটি।

তারিন জাহান আরো কিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। অসহায় ও দুস্থ নাচের শিল্পীদের সাহায্য করার জন্য কয়েকজন নাচের শিল্পীকে সঙ্গে নিয়ে ফান্ড গঠন করছেন তিনি। লায়লা হাসান, ইভান শাহরিয়ার সোহাগও আছেন এই উদ্যোগের সাথে। এছাড়া অভিনয়শিল্পী সংঘের হয়েও সংগঠনের ফান্ড গঠনের কাজেও সহায়তা করছেন।

তারিন বলেন, ‘নিজের ঘরেই অবস্থান করছি। ঘরে বসেই সব কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি সবাই যদি নিজ থেকে সচেতন হোন তাহলে এ সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন করোনাভাইরাস থেকে আমাদের রক্ষা করেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh