ঝালকাঠিতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:৪৭ পিএম

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আদাখোলা গ্রামের ব্যবসায়ী জাহিদ হোসেন স্বপন সিকদারকে (৩৫) হত্যার  পর তার লাশ নিজ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে নিখোঁজের ২ দিন পর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্বপন দক্ষিণ আদাখোলা গ্রামের শহিদুল ইসলাম চাঁন মিয়া সিকদারের ছেলে এবং পুটিয়াখালী বাজারে মোবাইল বিক্রি ও সার্ভিসিংয়ের ব্যবসা করতো।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপন সোমবার (৬ এপ্রিল) রাতে বাবার বাড়ি থেকে রাতের খাবার খেয়ে তার নতুন বাড়ি ঘুমাতে আসেন।

এরপর মঙ্গলবার বাড়িতে খাবার খেতে না যাওয়া তার পরিবারের লোকজন রাত ১১ টার দিকে স্বপনের নতুন বাড়ি যায়। সেখানে স্বপনকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

স্বপনের মামা আমিনুল ইসলাম জানান, কোন না কোন আক্রশমূলকভাবে তাকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। কারণ তার পা মাটিতেই ছিলো। কয়েক মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে স্বপন একাই ওই ঘরে বসবাস করে আসছিলো।

রাজাপুর থানার এসআই শাহ আলম জানান, প্রাথমিক সুরতহালে তার মৃত ২৪ ঘণ্টা আগে হয়েছে বলে মনে হচ্ছে।

 তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh