করোনার নিয়ে গুজব ছড়ানোয় ইউপি সদস্য আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৮:৩৪ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে রিপন মিয়া (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র‌্যাব।

রিপন মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার। সে ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত দুলাই মিয়ার ছেলে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকী বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব।

কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে আসছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানো সম্পর্কিত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

অভিযানে ইউপি সদস্য রিপন মিয়াকে আটক করে তার কাছ থেকে একটি সিম্ফনি ভি-১২০ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh