করোনা চিকিৎসায় চীন থেকে বিশেষজ্ঞ আনার প্রস্তাব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পিএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাস মোকাবিলা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া এবং বাংলাদেশের পেশাদার চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে চীন থেকে চিকিৎসক ও নার্সসহ বিশেষজ্ঞ দল আনার বিষয়ে আলোচনা করেছে ঢাকা ও বেইজিং। 

একইসঙ্গে দেশে ভেন্টিলেশন মেশিন আমদানি করার বিষয়ে আলোচনা হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বাংলাদেশের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে ৪৫ মিনিটের টেলিফোন আলাপে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বুধবার (৮ এপ্রিল) এ কথা জানানো হয়েছে।

টেলিফোনে আলাপকালে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চীনের বিশেষজ্ঞ দলকে ঢাকায় নিয়ে আসার সম্ভাব্যতা নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন  ড. মোমেন।

এছাড়াও এ সময় রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন, আন্তর্জাতিক অঙ্গনে চীন-বাংলাদেশের এক হয়ে কাজ করাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে কথা বলেন ড. মোমেন এবং ওয়াং ই।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh