বাগেরহাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৬:২০ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীম শেখ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে খুলনা সিটি ইমেজিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তামীম।

এর আগে সকালে খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার সরকারি পুকুর নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তামীমকে।

তামীম মোল্লাহাট উপজেলার দিগঙ্গা গ্রামের মিকাইল শেখের ছেলে। সে দিগঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

তামীমের নিকট আত্মীয় শিমুল জানান, সকালে রাস্তা পাড় হওয়ার সময় খুলনা মেট্রো ন-১১৬৪ নম্বরের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তামীমকে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা সিটি ইমেজিং হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় তামীম। তবে ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি এখনো ঘটনাস্থলে রয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত তামীম খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh