জামালপুরে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৫:১৫ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নূরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে অর্ধ কোটি টাকার মালামাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছাত্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে বাজারের শেডঘরে আগুন লাগে। এ শেডঘরেই ছিলো দোকানগুলো।

অগ্নিকাণ্ডে নালু মিয়ার মুদির দোকান, নুরু মিয়ার মুদির দোকান, সাইফুল ইসলামের মুদির দোকান, শাহাজাহানের কাপড়ের দোকান, লিমনের ওষুধের দোকান, বিপুলের কীটনাশকের দোকান ও আলমাসের ওয়ার্কশপ পুড়ে ছাই হয়। শেডঘরে থাকা আরো ৫টি দোকান আংশিক পুড়ে যায়।

স্থানীয়রা জানান, প্রথমে নালু মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা আসতে আসতেই পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকান।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে ৫টি দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা হয়। তবু আংশিক পুড়ে যায় পাঁচটি দোকান। সবমিলিয়ে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে।







সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh