পাবনায় জরুরি চিকিৎসা দিবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৪:৫৯ পিএম

পাবনার সুজানগর উপজেলা বাসীর করোনাভাইরাস সংক্রামক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দৌড় গোড়ায় পৌঁছে দিতে মাইক্রোবাস হস্তান্তর করেছেন উপজেলা চেয়ারম্যান।

তিনি নিজ উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের নিকট মাইক্রোবাস হস্তান্তর করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের কাছে মাইক্রোবাস চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সেলিম মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু প্রমুখ।

মাইক্রোবাসের চাবি হস্তান্তর কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান, দেশে দিন দিন করোনাভাইরাস সংক্রামক ব্যাপক ভাবে বিস্তার করেছে।

এ কারণে আমার উপজেলার জনগণ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির পরামর্শ দিতে পারে।

ডাক্তারদের ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসা ও পরামর্শ  সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি।

করোনাভাইরাস নিয়ন্ত্রণ রাখতে সবচেয়ে আগে প্রয়োজন নিজের সচেতনতা। এ লক্ষে ভ্রাম্যমাণ ডাক্তারের টিম কাজ করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh