ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৪:৩১ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত এমন গুজব ইউটিউবে প্রকাশ করায় রুহুল আমিন (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল ৫ টায় খুলনা সদর থানাধীন বাগমারা মেইন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই ব্যক্তি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, ওই ব্যক্তি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেল তাজ টিভিতে আপলোড করে। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক।

করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh