করোনায় কিংবদন্তি গায়ক জন প্রাইনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০১:৪৯ পিএম

জন প্রাইন।

জন প্রাইন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দুইবার গ্র্যামি লাভ করা গায়ক জন প্রাইন (৭৩)। 

মঙ্গলবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের টেনেসির ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

মার্চের শেষ দিকে প্রাইনের করোনায় আক্রান্তের খবর জানায় তার পরিবার।  কিছুদিন হাসপাতালে ছিলেন এই গায়ক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ২ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা জানান, এই গায়ক খুবই অসুস্থ। তবে তিনি আশাবাদও প্রকাশ করেন। 

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন জন প্রাইন। ১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। শিকাগোর ওল্ড টাউন স্কুল অব ফোক মিউজিকে ক্লাশও করেছেন।১৯৬০ এর দশকের শেষ দিকে ইউএস আর্মির হয়ে পশ্চিম জার্মানিতে কাজ শেষে দেশে ফিরেন। শিকাগোতে ডাক পিয়নের কাজ নেন। পাশাপাশি শখের বশে চালিয়ে যান গান লেখা ও গান গাওয়া।

১৯৭১ সালে আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি সমালোচকদের প্রশংসা পায়। এরপরই তিনি গানে পুরো ধ্যান দেন। জিতে নেন শ্রোতাদের মন। 

তিনি কেনলি ক্রিস্টোফরসন, বব ডিলান এবং জ্যাক ক্লেমেন্টের মতো কিংবদন্তি সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করেছেন। তার ১৫টি অ্যালবাম বিলবোর্ডের সেরা ২০০-র তালিকায় রয়েছে। 

এই কিংবদন্তি গায়ক গীতিকার হিসেবেও খ্যাতিমান ছিলেন। তার গান অসংখ্য সমসাময়িক জনপ্রিয় শিল্পীরা কাভার করেছেন। 

১৯৯০ এর দশকে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এই মারণব্যাধিকে জয় করে মৃত্যুর আগে পর্যন্ত গান চালিয়ে গেছেন জন প্রাইন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh