করোনা উপসর্গ থেকে মুক্তি পেলেন জে কে রাওলিং

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:৫৩ এএম

জে কে রাওলিং।

জে কে রাওলিং।

জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং করোনার উপসর্গ নিয়ে দুই সপ্তাহ ভোগার পর অবশেষে সুস্থ হয়ে উঠেছেন। 

মঙ্গলবার (৭ এপ্রিল) টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

৫৪ বছর বয়সী এই লেখিকা আরো জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন।

ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।’

হ্যারি পটারের স্রষ্টা সাতটি বই লিখেছেন। এখনো কিশোর এবং তরুণ প্রজন্ম সুযোগ পেলেই ডুব দেন লেখিকার হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস: পার্ট ২-এর সঙ্গে। লেখালেখির পাশাপাশি তিনি পরিচিত প্রযোজক, চিত্রনাট্যকার ও সমাজসেবী হিসেবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh