মির্জাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত, এলাকা লকডাউন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৯:২৯ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০৯:৩১ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে প্রথমবারের মতো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার বৈরাগী ভাওড়া পশ্চিমপাড়ার বাসিন্দা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

এ ঘটনায় ওই এলাকার প্রায় ৩০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ক্লিনিকে কাজ করেন। তিনি রবিবার বাড়িতে আসেন। সোমবার তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি জানানো হয়।

মির্জাপুরের ইউএনও মোহাম্মদ আব্দুল মালেক জানান, ওই এলাকার ৩০টি পরিবার লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এলাকার কেউ বের হতে পারবে না, কাউকে ঢুকতেও দেয়া হবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh