ঢাকা থেকে ফিরে মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০৮:৪১ এএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২০, ০৮:৪২ এএম

রাজধানীর ঢাকা থেকে  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে এসে মারা যাওয়া ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

বিষয়টি গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

তিনি বলেন, ঢাকা থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে, করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ায় মারা যাওয়া ব্যক্তির কভিড-১৯ পজিটিভ ছিলো। 

করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ওই ব্যক্তি (৪৫) রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। গত সোমবার (৬ এপ্রিল) ভোররাতে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফিরেন।

তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সন্দেহে মারা যাওয়া ওই ব্যক্তির শরীর থেকে ওইদিনই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান বলেন, নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্ণিত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh