জ্বর-নিউমোনিয়ায় ফরিদপুর মেডিকেলের আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১২:১৭ পিএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে জ্বর, কিডনি জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন অবস্থায় আবু শেখ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি মারা যান। গত ৪ এপ্রিল ওই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়।

আবু শেখ ফরিদপুরের মধুখালী উপজেলার চরমুরাদিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আবু শেখ নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি কিডনি, জ্বর- নিউমোনিয়ায় ভুগছিলেন।

তিনি বলেন, গতকাল রবিবার বিকেলে ওই ব্যক্তি আলামত নিয়ে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা এখনো ফলাফল পাইনি। তবে মৃত ব্যক্তির লাশ পৃথকভাবে রাখা হয়েছে। 

তার দাফনের বিষয়ে সরকারি আদেশ অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh