মন্ত্রিসভার বৈঠক সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৩:৪৫ পিএম

করোনাভাইরাস সংক্রমণের রোধে সরকার ঘোষিত সাধারণ ছেুটির মধ্যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে আগামীকাল সোমবার (৬ এপ্রিল)।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা ১১টায় এই বৈঠক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবারের মন্ত্রিসভা বৈঠকে এজেন্ডা খুব কম, বৈঠকে যাদের এজেন্ডা আছে শুধু সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা থাকবেন। করোনার এই প্রেক্ষাপটে বৈঠক ঘিরে সব ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা গণভবনই নেবে।

এর আগে সাধারণ ছুটিতে গত ৩০ মার্চ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকটি হয়নি।

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়া ও এর সংখ্যা বাড়তে থাকলে জনসমাগম হয় এমন সব ধরনের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে ২২ ও ২৩ মার্চ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh