১০ টাকা চালের বেনামি কার্ড পেলেই আইনানুগ ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৭:৪৮ পিএম

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচি নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এ জন্য ওএমএস প্রাপ্তদের (হতদরিদ্র) তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবারের মধ্যে এই তালিকা চূড়ান্ত করে খাদ্য মন্ত্রণালয়ে পাঠানোর জন্য দেশের সব জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ প্রদান করা হয়েছে। 

একইসঙ্গে বেনামি বা অবৈধ কার্ড জনপ্রতিনিধি-ডিলারসহ কারো কাছে যদি থাকে তাহলে তা রবিবারের মধ্যে যদি মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রবিবারের পর কোনো অবৈধ কার্ড ধরা পড়লে সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের (ডিসি-ফুড) কাছে পাঠানো চিঠিতে খাদ্যমন্ত্রী এ নির্দেশ প্রদান করেন।

চিঠিতে মন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সাল থেকে দরিদ্রদের জন্য ‘শেখ হাসিনার বাংলাদেশ/ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানকে সামনে রেখে ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ চালু করেছেন। এই কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দিয়ে যাচ্ছেন। ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার মারফত কার্ডের মাধ্যমে প্রদান করা হয়।’

তিনি উল্লেখ করেন, ‘বর্তমান খাদ্য সচিব প্রায় তিন মাস পূর্বে সব জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সবার নিকট তালিকাগুলো হালনাগদ করার জন্য পত্র দিয়েছিলেন। তারপরেও তালিকাসমূহ যদি সম্পূর্ণ হালনাগাদ না হয়ে থাকে তবে এক্ষুণি আপনাদের কাছে আমার নির্দেশনা- যদি কোনো ডিলার, কোনো মেম্বার বা কেউ যদি বেনামি কার্ড সংরক্ষণ করে থাকেন তবে আগামী ৫ এপ্রিলের (রবিবার) মধ্যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তা জমা দেবেন এবং স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা খাদ্যবান্ধব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা অনুসরণ করে তা রিপ্লেসমেন্ট করবেন।

চিঠিতে জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের আরো বলা হয়, ‘এই নির্দেশনার পরেও যদি কোনো অবৈধ কার্ড ধরা পড়ে, তবে সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টি আপনার সব উপজেলা নির্বাহী অফিসারদের অবহিত করবেন।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh