ভারত কাঁপাচ্ছে আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১০:৪৩ এএম

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর প্রতিটি গানই তুমুল জনপ্রিয়। তবে ‘সেই তুমি’ গানটি যেন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী মানুষের হৃদয়ে গেঁথে আছে। আর তাই ভারতে এই লকডাউনের মাঝে গানটি নিয়ে শুরু হলো অনলাইন লকডাউন। 

এর উদ্যোগ নিয়েছে সংগীতপ্রেমী সায়ক দাস। তিনি আইয়ুব বাচ্চুর একজন ভক্ত। আর সেই আয়োজনের অংশ হিসেবেই ভারতের শতাধিক তরুণ শিল্পী ও সংগীতপ্রেমীরা গানটি গেয়ে প্রকাশ করেছেন ফেসবুকে।

এই আয়োজনের কল্যাণে নতুন করে আইয়ুব বাচ্চুর গাওয়া ‘সেই তুমি’ গানটি ছড়িয়ে অনলাইনে। 

সায়ক দাস এই প্রজেক্ট প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, কলকাতায় অনেকের মুখেই ‘সেই তুমি’ গানটি শোনা যায়। আমরা প্রিয় এই গানটিকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। শতাধিক গানের ভিডিও থেকে নির্বাচিত ২০টির মতো ভিডিও নিয়ে আরেকটি ভিডিও শিগগিরই প্রকাশ করবো।

কলকাতায় আশি-নব্বই দশক থেকেই ব্যাপক জনপ্রিয় ছিলেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি। বহুবার তিনি কলকাতাসহ পশ্চিমবঙ্গে কনসার্টে শ্রোতা মাতিয়েছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh