বাগেরহাটে করোনা সন্দেহে যুবক আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১১:৪৩ পিএম

নভেল করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২২ বছর বয়সী এক যুবককে আইসোলেশনে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জ্বর, সর্দি,কাশি নিয়ে হাসপাতালে আসলে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে পাঠান। 

বাগেরহাট শহরের ওই যুবকের শরীরের সাতদিন ধরে জ্বর, সর্দি ও কাশি ছিলো বলে জানিয়েছেন বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বেলফার হোসেন।

তিনি বলেন, দুপুরে চিকিৎসা নিতে ওই যুবক হাসপাতালে আসেন। তার জ্বর ও কাশি রয়েছে। তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরীক্ষা-নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে করোনা আক্রন্ত কিনা তা জানা যাবে।

এদিকে এর আগে করোনা সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে তিনজন এবং শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আইসোলেশনে ছিলেন। তাদের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি না থাকায় তারা সবাই নিজ নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh