সিঙ্গাপুর এক মাসের জন্য লকডাউন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৮:৪৩ পিএম

সিঙ্গাপুরে প্রয়োজনীয় সুপারমার্কেট ও ব্যাংক বাদে স্কুল, কর্মস্থলসহ সবকিছু বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। 

দেশটির প্রধানমন্ত্রী লি হিসেন লুং শুক্রবার এক মাসের জন্য এই লকডাউন ঘোষণা করেন। করোনাভাইরাস মহামারি ঠেকাতে এই কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে করোনা মোকাবেলায় সিঙ্গাপুর প্রসংশা লাভ করেছে। কিন্তু এই সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১১৪ জন এবং মারা গেছে পাঁচজন।

প্রধানমন্ত্রী বলেন, সামনের সপ্তাহগুলোতে আমাদের এই ভাইরাসের বৃদ্ধিকে আটকাতে হবে। খাবার দোকান, ক্লিনিক, হাসপাতাল, প্রয়োজনীয় বস্তুর দোকান ও ব্যাংক খোলা থাকবে।

নির্দেশ অনুযায়ী এপ্রিলের ৭ তারিখ থেকে মে ৪ তারিখ পর্যন্ত এই লকডাউন স্থায়ী হবে। ৮ এপ্রিল থেকে বাড়ি থেকে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যবস্থা করা হবে। তবে পরিস্থিতির উন্নতি না হলে লকডাউনের সময় আরো বাড়তে পারে।

তিনি আরো বলেন, সকলকে নিজ বাড়িতে অবস্থান করতে বলেছে। এমনকি নিজ বাড়িতেও দূরত্ব বজায় রাখতে হবে।

এদিকে, চলমান পরিস্থিতিতে নগর মন্ত্রণালয় দেশটির বাণিজ্য ও গৃহখাতে ৩০ বিলিয়ন ডলার সাহায্যের ব্যবস্থা করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh