গুগল ডুডলে করোনার সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০৩:২৩ পিএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২০, ০৩:২৫ পিএম

করোনা মহামারিতে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছে। তাই মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার্থে কিছু সতর্কবার্তা দিয়েছে টেক জায়ান্টটি। 

শুক্রবার (৩ এপ্রিল) করোনার ওপর বিশেষ একটি ডুডল প্রদর্শন করছে গুগল।

গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক চমৎকার একটি বার্তা। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। করোনা ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো মানতে বলছে গুগল।

গুগলের সতর্কবার্তাগুলো হলো:

১.  বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২ . নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।

৩ . অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।

এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৬৮ জনে। আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh