আগে কোয়ারেন্টিন, ধর্ম পরে: নুসরাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:১৫ পিএম

ভারতে ইতোমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। দেশজুড়ে লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও, দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজ মোদি সরকারের চিন্তা বাড়িয়ে দিয়েছে।

১ মার্চ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত দিল্লির নিজামুদ্দিনের ওই ধর্মীয় অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। একশোর বেশি মানুষ এসেছিলেন চীন, ইয়েমেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সৌদি আরব, আফগানিস্তান ও ইংল্যান্ড থেকে। 

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীর মধ্যে ৩০০ জন ইতোমধ্যেই করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে ১০ জনের।

এ প্রসঙ্গে অভিনেত্রী ও লোকসভার সংসদ সদস্য নুসরাত জাহান বলেন, দেশে নানা ধর্মের মানুষের বাস। এই মুহূর্তে কেউ কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। মারকাজের ঘটনা আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে।’

নুসরাত আরো বলেন, ‘আমাদের দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি হাত জোড় করে মানুষের কাছে অনুরোধ করছি, এখন রাজনীতি, ধর্ম ও জাত নিয়ে কোনো কথা না বলতে। গুজব না ছড়িয়ে এখন বাড়িতে থাকাই ভালো। কোয়ারেন্টিনে থাকুন। ধর্ম পরে আসবে।’

তৃণমূলের এই সাংসদ বলেন, ‘এই পরিস্থিতিতে হিন্দু-মুসলিম রাজনীতি না করে সরকারি নির্দেশ মেনে চলা উচিত। এখন এই সমস্যাটাকে (করোনাভাইরাস) গুরুত্ব দিন। কারণ রোগ কিন্তু ধর্মকে আক্রমণ করে না। আমাদের জন্য এই সময়টা খুব স্পর্শকাতর আর যে কোনো ধর্মেরই আপনি হন, আপনার এই ভয়ঙ্কর ভাইরাসকে বোঝা উচিত।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh