জন্মদিনে অসহায়দের পাশে জাহানারা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৪:৪৯ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আয়-রোজগার না থাকায় বিপদে পড়েছে নিম্ন শ্রেনির মানুষরা। তাদের সহায়তা এগিয়ে দেশের অনেকেই।

খেলোয়াড়রাও বাদ পড়েননি। জাতীয় ক্রিকেট দলের পুরুষ খেলোয়াড়রা তাদের এক মাসের বেতনের অর্ধেক দিয়ে তহবিল গঠন করেছেন।

অনেকে দলীয়ভাবে কিছু না করতে পারলেও ব্যক্তিগত উদ্যোগেও অসহায়দের জন্য সহায়তা করছেন। তেমনই একজন জাহানারা আলম, বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার।

বুধবার (১ এপ্রিল) জাহানারার ২৭তম জন্মদিন। নিজের জন্মদিনের অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন পেসার জাহানারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেইজে অসহায়দের পাশে দাড়ানোর ছবি দিয়ে জাহানারা লিখেছেন, এটা কোনো লোক দেখানো পোস্ট নয়। আমার সামর্থ্যানুযায়ী যতটুকু সম্ভব হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি।

আপনাদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আপনার সামর্থ্যের মধ্যে ১জন, ৫জন বা তার অধিক যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা পারি আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।

১৯৯৩ সালে খুলনায় জন্মগ্রহন করেন জাহানারা। দেশের হয়ে ৩৭টি ওয়ানডে ও ৭১টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৩৩টি ও টি-২০তে ৫৫টি উইকেট শিকার করেন জাহানারা।-বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh