মেসেঞ্জারে যোগ হচ্ছে ‘অটো স্ট্যাটাস’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১১:৪৯ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২০, ১১:৫৫ এএম

ফেসবুক প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসছে। যোগ করছে নতুন ফিচার। বর্তমানে অভ্যন্তরীণ একটি অটো স্ট্যাটাস ফিচার নিয়ে পরীক্ষা করছে ফেসবুক, যা আপনার অবস্থান, কার্যক্রম বা ফোনের ব্যাটারির অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয় পোস্ট করতে পারবে।

সম্প্রতি ফেসবুকের কর্মকর্তা আলেকজান্দ্রা ভয়সা নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনি চাইলে আপনার সাথে সংযুক্ত থাকা বন্ধু বা অন্য কারো সাথে অটো স্ট্যাটাস শেয়ার করতে পারবেন। 

এক টুইট পোস্টে ভয়সা লিখেছেন, ‘আমরা আপনার মেসেঞ্জারের অভিজ্ঞতা উন্নত করতে সব সময় নতুন ফিচার নিয়ে কাজ করছি। অটো স্ট্যাটাস ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভ্যন্তরীণ পরীক্ষা চলছে। বাইরে আপাতত এটি পরীক্ষা করা হচ্ছে না।’

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, অটো স্ট্যাটাসের সাহায্যে নির্দিষ্ট দিনে কী করছেন, তা স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবেন। আপনি অ্যাপে না থাকলেও অবস্থানের তথ্য, আবহাওয়া এবং আরো অনেক কিছু শেয়ার করতে পারবেন। অটো স্ট্যাটাসটি কেবল বন্ধুর একটি বিশেষ তালিকার জন্যই দৃশ্যমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh