বাড়িভাড়া মওকুফ করলেন তাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০৮:৪৫ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের জেরে বাংলাদেশ অঘোষিত লকডাউন হয়ে আছে। সবচেয়ে কষ্টে আছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ অবস্থায় বেশ কিছু জায়গায় ভাড়াটিয়াদের বাসাভাড়া মওকুফ করে দিয়েছেন কিছু বাড়ির মালিক। এবার তাদের পথেই হাঁটলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। তার বাড়ির ভাড়াটিয়াদেরকেও একমাসের ভাড়া দিতে হচ্ছে না।

আগামী ৩ এপ্রিল তাসকিন ২৫ বছরে পা রাখবেন। বয়স বাড়লেও বাবা আবদুর রশিদ মনুর কাছে সবসময় ছোট তাসকিন। ফলে বাবার কাছে প্রতি জন্মদিনে উপহারের বায়না ধরেন তাসকিন। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার নিজের জন্য নয় চেয়েছেন ভাড়াটিয়ার জন্য।

তাসকিনের বাবা আবদুর রশিদ মনু মাসে প্রায় লাখ টাকার মতো ভাড়া পান। এজন্য এপ্রিল মাসে ভাড়াটিয়াদের থেকে কোনো ভাড়া না নিতে বাবার কাছে অনুরোধ করেন তাসকিন। আর তাসকিনের বাবাও সবার ভাড়া মওকুফ করে দিয়েছেন।

এ নিয়ে তাসকিন বলেন, ‘আমার বাবার যে সম্পত্তি সেখান থেকে তিনি এক লাখেরও বেশি টাকা ভাড়া পান। এপ্রিলের ৩ তারিখ আমার জন্মদিন। এ জন্য বাবাকে অনুরোধ করি, আমার জন্মদিনের উপহার হিসেবে বাবা যেন সবার ভাড়া মওকুফ করে দেন। বাবাও আমার কথা রেখেছেন।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh