ইন্টারনেটের সহ-আবিষ্কারক ভিন্ট সার্ফ করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০১:০৭ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পিএম

মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ভিন্ট সার্ফ (৭৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইন্টারনেট আবিষ্কারে এই বিজ্ঞানীর বড় অবদান রয়েছে।

বিজনেস ইনসাইডার জানায়, সোমবার তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

এক টুইটার পোস্টে ভিন্ট সার্ফ লেখেন, কভিড-১৯ ভাইরাসে আমি শনাক্ত হয়েছি এবং আমি সেরে উঠছি।

এই কম্পিউটার বিজ্ঞানী ২০০৫ সাল থেকে গুগলের সঙ্গে কাজ করে আসছেন।তিনি গুগলের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে তিনি জাতিসংঘের ‘ডিজিটাল উন্নয়নের জন্য ব্রডব্যান্ড কমিশনের’ একজন কমিশনারের দায়িত্ব পালন করছেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh