করোনা মোকাবিলায় ২৫ লাখ রুপি দিলেন লতা মঙ্গেশকর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১২:৪৯ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২০, ১২:৫০ পিএম

লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকর।

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর করোনা মোকাবিলায় অসহায়দের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, এই সুর সম্রাজ্ঞী ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ রুপি অনুদান দেন। শুধু লতা নন, করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠিও।

জানা যাচ্ছে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লয়িজের তহবিলে ৫১ লক্ষের অনুদান দেন চেন্নাই এক্সপ্রেসের পরিচালক। বলিউড ইন্ডাস্ট্রিতে দৈনিক মজুরিতে যারা কাজ করেন তাদের সাহায্যের জন্যই ওই অর্থ অনুদান দিয়েছেন বলে জানান রোহিত।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ ৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দেন প্রিয়াঙ্কা চোপড়া। কারিনা কাপুর - সাইফ আলি খানও ইউনিসেফসহ আরো ২টি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে অনুদান দেন। 

এছাড়া অক্ষয় কুমার, সালমান খান, হৃতিক রোশন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, আলিয়া ভাট, ভিকি কৌশল, রাজকুমার রাও’সহ অনেকেই এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh