করোনা থেকে মুক্তির পথে অপেরাশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

স্পেনের অপেরাশিল্পী প্লাসিডো ডোমিঙ্গো (৭৯) করোনা থেকে সেরে উঠছেন ধীরে ধীরে।  

সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত ডোমিঙ্গো জানিয়েছেন, এখন তিনি ভালো বোধ করছেন এবং বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন।

তার করোনায় আক্রান্ত হওয়ার ২২ মার্চ পাওয়া যায়। মেক্সিকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর তিনি আইসোলেশনে যান। তার জ্বর ও কাশি ছিলো। শুরু থেকেই তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন।  

ডোমিঙ্গো বলেন, এখন আমার চিন্তাজুড়ে রয়েছে তাদের কথা যারা এই রোগে ভুগছেন আর যারা তাদের জীবন বাঁচাতে সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, আমি আবারো সবাইকে নিরাপদে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি।

গত বছর লসএ্যাঞ্জেলস অপেরার জেনারেল ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh