করোনায় আক্রান্ত মার্কিন গায়িকা কালি শোর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১২:০৬ পিএম

মার্কিন গায়িকা কালি শোর।

মার্কিন গায়িকা কালি শোর।

মার্কিন কণ্ঠশিল্পী কালি শোর (২৫) এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি তার কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এক টুইটবার্তায় কালি শোর বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। তিনি কোয়ারেন্টিনে আছেন বলেও জানান। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গায়িকা বলেন, তিন সপ্তাহ ধরে কোয়ারেন্টিনে থাকার পরও আমি করোনায় আক্রান্ত হয়েছি। প্রথম কয়েকদিন খুব যন্ত্রণাদায়ক ছিলো। তবে এখন আমি উল্লেখযোগ্যভাবে ভালো আছি। কিন্তু এটা যে কতোটা ছোঁয়াচে তার প্রমাণ কিন্তু পেলাম। তবে মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না দেখে আমি হতাশ।

এদিকে এই ভাইরাসে মৃত্যুর দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা গেছে। ইতালি ও স্পেনের পরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh