আবারো ঘরে থাকার আহ্বান মাশরাফির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ০১:২২ পিএম

মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রোধে পুরো দেশে লকডাউন চলছে। অনেকেই ঘরে থাকতে চাইছেন না। এমন পরিস্থিতিতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জনসাধারণকে আবারো ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

নিজের অফিসিয়াল ফেসবুকে তিনি লিখেছেন, ‘খেলা দেখার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে সব থেকে ভালো কিন্তু ঘরে থাকাটাই….।’

করোনার সংক্রমণ থেকে বাঁচার সব থেকে সহজ উপায়-ই হচ্ছে, ‘স্টে হোম, স্টে সেইফ।’ এই বার্তা দিলেন মাশরাফি।

এর আগে কবি হেলাল হাফিজের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’র ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার ‘এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’ পঙতিকে একটু পরিবর্তন করে ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’ 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh