সেই রাত

ফরিদ আহমেদ

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১০:১৩ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চারদিকে আগুন, লেলিহান শিখা। তাবৎ শহর পুড়ছে- শহরের মানুষ মরছে

বাঙালি নিধনের সে উৎসব- প্রতিটি দরোজা যেন একেকটি মৃত্যুর গল্প

 সে গল্পে দৈত্য ছিল, রাক্ষস ছিল- বাঙালিরা ছিল কেবল শিকার

পাখির মতো গুলিবিদ্ধ মা ও শিশু, বাবা ও সন্তান, স্বামী ও স্ত্রী

হিন্দু-মুসলিম-বৌদ্ধ কেউ নয়- কেবল বাঙালি মরছিল


রাতভর নিধনের খেলা খেলে খেলে- উল্লাসে উল্লাসে তা জানায়

পৃথিবী জানতেই পারেনি, পৃথিবী জেনেছিল- বাঙালির প্রতিরোধে

 যেদিন বিজয় এসেছিল, স্বাধীন হয়েছিল- আজকের বাংলাদেশ।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh