করোনায় বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ০২:৩০ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে গণপরিবহন চলাচল। লকডাউন করা হচ্ছে বিভিন্ন বাড়ি ও জেলা শহর।  এমন সময়ে বাধ্য হয়েই মানুষকে ঘরে থাকতে হচ্ছে। আর করোনা পরিস্থিতিতে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। বেড়েছে ব্যবহারকারীর সংখ্যাও। 

সংশ্লিষ্টদের ধারণা, মানুষ ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে সিনেমা দেখা, ভিডিও দেখা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে বলে ইন্টারনেটের ব্যবহার বেড়ে গেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানায়, মার্চ  মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭ লাখ ৩৮ হাজার। মোট ব্যবহারকারী দাঁড়িয়েছে ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার। এর মধ্যে ৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন। বাকিরা ব্রডব্যান্ড ও অন্যান্য মাধ্যম ব্যবহার করেন।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখন অফিস-আদালতে ইন্টারনেটের ব্যবহার সীমিত। তবে বাসায় চাপ বেড়েছে।

এছাড়া, করোনাভাইরাসের প্রেক্ষাপটে ছাপা পত্রিকার চাইতে বিভিন্ন পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিও মানুষের আগ্রহ বেশি দেখা গেছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh