করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ০৮:৫৬ এএম | আপডেট: ২৭ মার্চ ২০২০, ১২:১৯ পিএম

ছবি: আল জাজিরা।

ছবি: আল জাজিরা।

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। ১৯৯ দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২৬৩ জন। মারা গেছেন ২৪ হাজার ৯০ জন। আর সুস্থ হয়েছেন এক লাখ ২৪ হাজার ৩৪৯ জন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় ইতালি ও স্পেন। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছে ৮ হাজার ১৬৫ জন। প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন, চার হাজার ১৪৫ জন। এখন পর্যন্ত ৩ হাজার ২৮৭ প্রাণহানিতে তৃতীয় স্থানে আছে করোনার উৎপত্তিস্থল চীন। আর চতুর্থ স্থানে আছে ইরান, ২ হাজার ২৩৪ জন। পঞ্চম স্থানে আছে আরেক ইউরোপীয় দেশ ফ্রান্স। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৩৩১ জন।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, দেশে নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার পর্যন্ত দেশে মারা গেছেন ৫ জন, আক্রান্ত হয়েছেন ৪৮ জন। সুস্থ হয়েছেন ১১ জন।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭২৭ জন। তার মধ্যে মারা গেছেন ২০ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh