কলকাতার ছবিতে তারিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:০২ পিএম

এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী তারিন এবার কলকাতার পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম ‘এটা আমাদের গল্প’। 

ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন কলকাতার প্রতিষ্ঠিত অভিনেত্রী মানসি সিনহা। সিনেমার গল্পও লিখেছেন তিনি।

প্রযোজকসূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং শুরুর কথা আছে ছবিটির। 


ছবির গল্প সম্পর্কে বিস্তারিত না বললেও গল্পে তাকে একজন বাংলাদেশি মেয়ে হিসেবে দেখা যাবে বলে জানান তারিন। তার চরিত্রের নাম সুদেষ্ণা। প্রায় দুই মাস আগ থেকে কথাবার্তা চলে আসছিলো। গত সপ্তাহে কাজটি চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। 

তারিন বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। কলকাতার গল্প হলেও আমার চরিত্রটি একজন বাংলাদেশি মেয়ে। আর পরিচালকও একজন সু–অভিনেত্রী। তার প্রথম কাজ এটি। এসব কারণেই কাজটি করছি।’

ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এন্টারটেইনমেন্টের কর্ণধার শর্মিষ্ঠা ঘোষ বলেন, ‘তারিনকে ভেবেই চরিত্রটি লেখা। দুই দেশের শিল্পী মিলে ভালো কিছু আশা করছি।’ 


ছবিতে তারিনের বিপরীতে অভিনয় করবেন দেবদূত ঘোষ। তিনি কলকাতার ছোট পর্দা ও বড় পর্দার একজন অভিনেতা ও পরিচালক। বছর দুয়েক আগে ভালোবাসা দিবসে বাংলাদেশের একটি নাটকে দেবদূত ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন তারিন।

ছবিতে আরো অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh