দক্ষিণখানে দুই শিশুসহ মাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ পিএম

রাজধানীর দক্ষিণখানের প্রেমবাগানের একটি বাসা থেকে দুই  শিশুসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশু দুইটি ওই নারীর সন্তান। 

তবে, তাৎক্ষণিকভাবে নিহদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত ওই অজ্ঞাত নারী বয়স ৪১ এবং দুই শিশুর বয়স হবে ১২ ও ৪ বছর। 

শুক্রবার (‌১৪ ফেব্রুয়ারি) আনুমানিক সাড়ে ৫টার দিকে খবর পেয়ে দক্ষিণখান থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। 

দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) কে এম মনছুর আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি ওই বাসা থেকে দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বিষয়ে জানতে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বিষয়টি শুনেছি। কি কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে না জেনে বিস্তারিত বলা সম্ভব নয়। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh