স্ন্যাপচ্যাটে বাংলাসহ আরো ৫ ভাষা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৩ পিএম

জনপ্রিয় ফটো শেয়ারিং ও মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে বাংলাসহ আরো পাঁচ ভাষা যুক্ত করা হয়েছে। ভাষাগুলো হলো বাংলা, কন্নড়, মালায়লম, তামিল ও তেলেগু।

বৃহস্পতিবার একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এতদিন পর্যন্ত মোট চারটি ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা।

স্ন্যাপ ইনকর্পোরেশন ইন্টারন্যাশনাল মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর নানা মুরুগেসান বলেন, ‘বিভিন্ন সম্প্রদায় ও ভাষাভাষী মানুষের জন্য ক্রমাগত গবেষণা করে চলেছি আমরা। কীভাবে এই অ্যাপের নতুন ফিচারে বিভিন্ন সংস্কৃতি ও মূল্যবোধ ফুটিয়ে তোলা সম্ভব তা নিয়ে অবিরত আলোচনা চলছে। গত এক বছর ধরে প্রতিদিন আমাদের অ্যাপ ব্যবহারকারী মানুষের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।’

বর্তমানে সারা বিশ্বজুড়ে ২১৮ মিলিয়ন মানুষ এটি ব্যবহার করেন। গত বছর ভারতে আসার পর মুম্বাইতে প্রথম অফিস নেন তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh