ওয়ারীতে লরির চাপায় স্কুলছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৩:০৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার ওয়ারীতে ওয়াসার লরির ধাক্কায় আবীর নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে সহপাঠীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ওয়ারীর বলধা গার্ডেনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবীর এবারের এসএসসি পরীক্ষার্থী। সে ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছে, বলধা গার্ডেনের পাশে পাম্প থেকে পানি নিয়ে লরিটি মূল সড়কে ওঠার সময় আবীরকে চাপা দেয়। পরে স্থানীয়রা আবীরকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগরের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লরির চালককে আটক করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh